০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
বাংলাদেশ
জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন

image

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘ বাংলাদেশকে সংকটময় পরিস্থিতিতে সমর্থন দেয়ার কথা পুনর্ব্যক্ত করেছে, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর অবদানও স্মরণ করা হয়।

শনিবার গুলশানের জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের পূর্ণ সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন। গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানও তুলে ধরেন, যারা আন্তর্জাতিক শান্তি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গুতেরেসের বক্তব্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করা হয়। তিনি আজ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। এ ছাড়া, তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন।

জাতিসংঘ মহাসচিব গুতেরেসের সাথে বৈঠকে বাংলাদেশের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

জাতিসংঘ বাংলাদেশের পাশে দাঁড়িয়ে রোহিঙ্গা সংকটের সমাধানে কাজ করতে আগ্রহী, এবং দেশটির শান্তিরক্ষী বাহিনীর অবদানকে স্বীকৃতি দিয়েছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading