০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
বাংলাদেশ
রাজধানীর আশকোনায় দ্বিতীয় শ্রেণির ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

image

রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায় মারকাযুস সুন্নাহ তাহেরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার এক শিক্ষক, ইয়াসিন মিয়া, দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক হয়েছেন।

ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে যে শিক্ষক ইয়াসিন মিয়া শিশুটিকে মাথা ও শরীর টেপানোর কথা বলে রুমে ডেকে নিয়ে যান এবং সেখানে যৌন নির্যাতন করেন। পরে শিশুটি ঘটনাটি বাবা-মাকে জানালে তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যান।

মাদ্রাসার প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দিতে অর্থ প্রদানের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। তবে স্থানীয় জনগণ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। দক্ষিণখান থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

অভিযুক্ত শিক্ষক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে আগেও যৌন নির্যাতনের অভিযোগ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শিশুদের প্রতি যৌন অপরাধ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে, যেন ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading