০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
বাংলাদেশ
ইজারা চুক্তি লঙ্ঘনের দায়ে লাখ টাকা জরিমানা

image

মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘনের দায়ে চাতলাপুর ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে সাব ম্যানেজার শাহ্ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০শে মার্চ) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের চালতাপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন বলেন, শাহ্ আহমদকে ১ লাখ টাকা জরিমানা করে। মুচলেখায় ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়ার ছেলে আজমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।






তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading