০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার: ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ

image

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ সোমবার সিন্ডিকেট সভায় ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। জুলাই গণ-অভ্যুত্থানে হামলার ঘটনায় গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সিন্ডিকেট সভায় সিদ্ধান্তের পাশাপাশি অধ্যাপক তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সুপারিশ প্রদান করবে।

গত বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনটি জমা দেন কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী জড়িত ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ১২৮ শিক্ষার্থীর বহিষ্কার বড় ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত। চূড়ান্ত তদন্তের পর বহিষ্কৃত শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারিত হবে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading