০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
বাংলাদেশ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের ছুটি অনুমোদন

image

সরকারি চাকরিজীবীদের জন্য এবারের ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নির্বাহী আদেশে ৩ এপ্রিল ছুটি যুক্ত হওয়ায় এ দীর্ঘ ছুটির সুবিধা পাবেন কর্মচারীরা।

উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (৩ এপ্রিল) নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দেয়। এবার ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হবে ২৮ মার্চ থেকে এবং চলবে ৫ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে ৩ এপ্রিল নির্বাহী আদেশে যুক্ত হওয়ায় ৯ দিন ছুটি নিশ্চিত হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

গত বছরের তুলনায় এবার সরকারি ছুটি দীর্ঘ হচ্ছে। ২৮ মার্চ (শুক্রবার) ও ২৯ মার্চ (শনিবার) সাপ্তাহিক ছুটির দিন। ঈদের আগের দু’দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দু’দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) সরকারি ছুটি থাকবে। ৩ এপ্রিল নতুন করে ছুটি সংযুক্ত হওয়ায় ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন কর্মচারীরা। সরকারি চাকরিজীবীরা এবার ছুটির সময় পরিবারের সঙ্গে দীর্ঘসময় কাটানোর সুযোগ পাচ্ছেন।

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে সরকারি চাকরিজীবীদের জন্য এবারের ঈদুল ফিতর বিশেষভাবে আনন্দঘন হতে যাচ্ছে। দীর্ঘ ৯ দিনের ছুটি তাদের পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেবে।






ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading