১৩ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
বাংলাদেশ
জনবল সংকটে ঘুড়িয়ে ঘুড়িয়ে চলছে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্স

image

এক্স-রে মেশিন, প্যাথলজি যন্ত্রপাতি, ইসিজি মেশিন রয়েছে কিন্তু কারিগর নেই!জনবল সংকটে মৌলভীবাজারের রাজনগর হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যাহত হাওর ও চা-বাগান বেষ্টিত মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় ৩ লক্ষ মানুষের একমাত্র চিকিৎসালয় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। দিনে দিনে কমছে সেবার মান। যার ফলে সরকারি সেবা পেতে হিমসিম খাচ্ছে সাধারণ লোকজন। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এ উপজেলার জনগোষ্টি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের ১০টি পদ রয়েছে। কাগজে কলমে ৭ জন রয়েছেন। এর মধ্যে ২ জন অনুমোদিত অনুঃপস্থিত। হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু না জানিয়ে বিগত ৫ বছর যাবৎ অনুপস্থিত রয়েছেন ডেন্টাল টেকনোলজিস্ট ফাহমিদা বেগম। বর্তমানে হাসপাতালে কর্মরত আছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপাজ্জল হোসেন ভূইয়া, ডেণ্টিস্ট ডাঃ হালিমা আক্তার, ডাঃ হুরে জান্নাত প্রিতি এবং প্রশাসনিক দায়িত্বে আছেন ডাঃ বর্ণালি দাস।

হাসপাতালে গিয়ে দেখাযায়, প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ডাক্তার হাসপাতালের অভ্যন্তরীণ কাজে ব্যস্থ আছেন। জরুরী বিভাগে সেবা দিচ্ছেন উপ-সহকারী কমিউনিটি অফিসার সুমিত্রা দে।
হাসপাতালে এক্স-রে মেশিন, প্যাথলজি যন্ত্রপাতি, ইসিজি মেশিন রয়েছে কিন্তু টেকনোলজিস্ট না থাকার কারণে এই সমস্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ।

হাসপাতালে সেবা গ্রহিতা ফয়সল মিয়া বলেন, হাসপাতালে গেলে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অনেক সময়। এমনকি পর্যাপ্ত সেবাও পাওয়া যায়না, সব ধরনের টেস্ট বাহিরে করাতে হয়।
হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে জানান, দিনে একবার এসে ডাক্তার দেখে যান। পরবর্তী সময়ে শরীরে অবনতি হলেও ডাক্তারদের খোঁজ পাওয়া যায়না।

রাজনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাস বলেন, টেকনোলজিস্ট নিয়োগের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। সীমিত জনবল নিয়ে সধ্যমতো সর্বোচ্ছ সেবা দেয়ায চেষ্টা করে যাচ্ছি।



তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading