০৯ এপ্রিল ২০২৫ | ২৫ চৈত্র ১৪৩১
বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙন রোধে ২৫ কিমি বাঁধ নির্মাণ, ব্যয় ধরা হয়েছে ১,৭০০ কোটি টাকা

image

চাঁপাইনবাবগঞ্জে ভারত থেকে আসা পদ্মা নদীর ভাটির অংশে ২৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিচ্ছে সরকার, যার সম্ভাব্য ব্যয় ১,৭০০ কোটি টাকা। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত দোভাগী ঝাইলপাড়া এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী ঝাইলপাড়া এলাকা পরিদর্শনে গিয়ে অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশীদ বলেন,

"পদ্মা নদীর এই অংশে দীর্ঘদিন ধরে ভাঙন চলছে। ভারতীয় সীমান্তঘেঁষা এই এলাকার প্রায় ২৫ কিলোমিটার অংশ এখনো অরক্ষিত। প্রকল্প গ্রহণ করা হয়েছে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের জন্য।"

তিনি জানান, প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৭০০ কোটি টাকা। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই কাজ শেষ হয়েছে। কাজ বাস্তবায়িত হলে পদ্মার আর কোনো অংশে বাঁধ নির্মাণের প্রয়োজন হবে না।

ভাঙনে বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। অন্যত্র পার বাঁধা হলেও এই অংশে এখনো কাজ শুরু হয়নি। প্রকল্প বাস্তবায়নে সরকার অর্থ বরাদ্দ নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিরিক্ত সচিব।

নদীভাঙন প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ২৫ কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয়দের জমি, ঘরবাড়ি ও জীবনযাত্রায় স্থায়ীত্ব ফিরে আসবে। সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading