০৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২
বাংলাদেশ
ঈদুল আজহার ছুটি টানা ১০ দিনের

image

সরকারি সিদ্ধান্তে টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি চাকরিজীবীরা। ঈদুল আজহা সামনে রেখে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ৬ মে (মঙ্গলবার) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত একজন দায়িত্বশীল উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদের ছুটি চলবে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে সাধারণ ছুটি, ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে ছুটি টানা হবে। ছুটির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন।

তিনি আরও জানান, এই দীর্ঘ ছুটির পরপরই সাপ্তাহিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ১৭ জুন ও ২৪ জুন (শনিবার) সরকারি অফিস খোলা রাখা হবে। এর আগে পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। তাতে দেখা গেছে, সরকারি সিদ্ধান্তে নির্ধারিত ছুটির পাশাপাশি নির্বাহী আদেশেও অতিরিক্ত ছুটি যুক্ত করা হয়েছিল। ঈদুল ফিতরের ছুটির ঠিক আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ২৭ মার্চ অফিস খোলা থাকার ফলে ছুটি কিছুটা বিঘ্নিত হলেও ঈদুল আজহার ছুটি পুরোপুরি টানা ও নিরবচ্ছিন্ন থাকছে।

সরকারের এই সিদ্ধান্ত দেশের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ঈদ উদযাপনের পাশাপাশি পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে সবাই। এছাড়াও অফিস খোলা রাখার বিশেষ পরিকল্পনার মাধ্যমে সরকারি কার্যক্রমের ধারাবাহিকতাও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।





অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading