০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ
চলে গেলেন কিশোরগঞ্জের ‘শেষ ঠিকানার কারিগর’ মনু মিয়া

image

কিশোরগঞ্জ হারাল এক নিঃস্বার্থ কবর খননকারীকে। মানুষের শেষ বিদায়ে ৩ হাজারের বেশি কবর খুঁড়েছিলেন বিনা পারিশ্রমিকে

কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের মনু মিয়া (৬৭) আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের প্রায় ৫০ বছর ধরে তিনি নিঃস্বার্থভাবে কবর খননের কাজ করে এসেছেন। বিনা পারিশ্রমিকে তিন হাজারেরও বেশি কবর খুঁড়ে অসংখ্য মানুষকে শেষ বিদায়ে সহায়তা করেছেন তিনি।

জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বাহাউদ্দিন ঠাকুর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

একসময় সময়মতো কবরস্থানে পৌঁছাতে তিনি দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন। সেই ঘোড়ার পিঠে চড়ে ছুটে যেতেন মৃতের বাড়িতে। এলাকার সন্তান ও ঢাকার আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সময় দুর্বৃত্তরা মনু মিয়ার প্রিয় ঘোড়াটিকে হত্যা করে, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়।

তিনি বলেন, অনেকে নতুন ঘোড়া দিতে চাইলেও মনু মিয়া তা নেননি। বলেছিলেন, “আমি এই কাজ করি আল্লাহকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না।”

ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থা অবনতির দিকে যায়। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো হতে পারেননি। তার মৃত্যুতে কিশোরগঞ্জ হারাল এক নিঃস্বার্থ, মানবিক মানুষকে। স্থানীয়রা বলছেন, দোয়া ও ভালোবাসায় মনু মিয়া চিরকাল মানুষের মনে বেঁচে থাকবেন।






অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading