০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ
জাফলংয়ে ৬৭টি পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অভিযান চালালো টাস্কফোর্স

image

জাফলংয়ে পরিবেশবিধ্বংসী পাথর ভাঙার কলের বিরুদ্ধে বড় অভিযান। ৬৭টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকায় অবৈধভাবে স্থাপিত পাথর ভাঙার ক্রাশার মেশিনগুলোর বিরুদ্ধে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে প্রশাসনের বিশেষ টাস্কফোর্স। বুধবার (১৮ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান চলে। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। অভিযানে অন্তত ৬৭টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। এ টাস্কফোর্সে অংশ নেন বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বন বিভাগের কর্মকর্তারা।

অভিযানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমদ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মামুনুর রশিদ, পিডিবির প্রকৌশলী সজল চাকলাদার, বিজিবির সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম এবং বনবিভাগের রেঞ্জ অফিসার মো. বিপ্লব হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, “অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।” এর আগে, গত ১৪ জুন জাফলং এলাকা পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে তারা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

জাফলংয়ের পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে স্থাপিত ক্রাশার মেশিনগুলোর দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের এই অভিযান প্রশংসনীয় পদক্ষেপ। বিশেষজ্ঞ ও পরিবেশবাদীরা মনে করছেন, এমন কার্যকর অভিযান আরও জোরদার হলে জাফলং তার প্রাকৃতিক সৌন্দর্য পুনরুদ্ধার করতে পারবে।







অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading