সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থী আদনান ও স্বাগত দাস পার্থের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেন, ঈদের আগে রিকাবীবাজারে কনসার্টে যাওয়ার সময় তাকে অচেতন করে ধর্ষণ ও যৌন নির্যাতন চালানো হয়। ঘটনায় সহপাঠী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থসহ কয়েকজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়।
সোমবার (২৩ জুন) দুপুরে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক হারুন রশিদ দুই অভিযুক্তের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে অভিযুক্ত আদনান ও স্বাগত দাস পার্থ আদালতে উপস্থিত ছিলেন। কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক সিলেট ভয়েসকে জানান, রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মুহাম্মদ শামছুল হাবিব। তিনি পাঁচ দিনের রিমান্ড চাইলেও আদালত চার দিনের অনুমোদন দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, অভিযুক্তরা তাকে অচেতন করে ধর্ষণ করে এবং সেই ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্লাকমেইল করতো। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৯ মে রাতেই দুইজনকে আটক করে পুলিশ। ২০ জুন কোতোয়ালী থানায় মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
সামাজিক ও শিক্ষাঙ্গনের জন্য ভয়ংকর এই ঘটনা ইতোমধ্যে শাবিপ্রবি ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার তদন্ত চলছে এবং অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪
Comments: