০১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ
সিলেটে নতুন করে ৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৪

image

সিলেটে নতুন করে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের নমুনা পরীক্ষার পর তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের বেশিরভাগই বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এই তিনজনকে মিলিয়ে জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। আক্রান্তদের মধ্যে ১০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭ জন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং আল হারামাইন হাসপাতালে ১ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত সিলেটে মোট ১১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সিলেটে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি স্বাস্থ্য কর্তৃপক্ষের জন্য নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ সকলকে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।





ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading