এইচএসসি পরীক্ষার হলে নকল সরবরাহ করতে গিয়ে ধরা পড়লেন ছাত্রদল নেতা। টাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষা চলাকালে অভিযানে আটক হন ছাত্রদল নেতা মৃদুল হাসান।
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করতে গিয়ে আটক হয়েছেন ছাত্রদল নেতা মৃদুল হাসান। মঙ্গলবার (১ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক মৃদুল হাসান কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং ঐ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আটকের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট।
কলেজ অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, "লিখিত নির্দেশনা পেয়েছি। এসিল্যান্ড স্যার ও সিনিয়র শিক্ষকদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।" কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, "আটক মৃদুল হাসান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
শিক্ষাঙ্গনে নকল চক্রের দৌরাত্ম্য রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন সচেতন অভিভাবক ও শিক্ষার্থী মহল। এই ঘটনার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা এবং মনিটরিংয়ের গুরুত্ব আবারও সামনে এসেছে।
অনলাইন ডেস্ক
Comments: