সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, হেলপার নিহত ও কয়েকজন আহত। ওসমানীনগরের কুরুয়ায় এনা ও ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলে প্রাণহানি।
সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬-৭ জন। শনিবার (৫ জুলাই) ভোরে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশের তথ্যমতে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি ইউনিক পরিবহনের বাসের হেলপার। তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাকবলিত ইউনিক পরিবহনের বাসটি ঢাকা অভিমুখে যাচ্ছিল এবং এনা পরিবহনের বাসটি সিলেটগামী ছিল। অতিরিক্ত গতির কারণে কুরুয়া এলাকায় বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে যাত্রী ও বাসের কর্মচারীরা আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর উভয় বাসকে সরিয়ে নেওয়া হয়, এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সড়ক দুর্ঘটনা প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটে চলেছে। বিশেষ করে অতিরিক্ত গতি ও ট্রাফিক নিয়ম না মানার কারণে প্রাণহানি রোধ করা যাচ্ছে না। ওসমানীনগরের এই দুর্ঘটনাও সেই অব্যবস্থাপনারই করুণ চিত্র। দুর্ঘটনাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।
অনলাইন ডেস্ক
Comments: