সিলেটের জৈন্তাপুরে দ্রুতগতির মহাসড়কে ঘটে গেল ভয়াবহ ট্রাক দুর্ঘটনা। আহত হলেন একজন হেলপার। জাফলং মহাসড়কে নিয়মিত পাথরবোঝাই ট্রাক চলাচল এবং অতিরিক্ত গতি ও ব্রেকফেল দুর্ঘটনার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, যা সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে।
সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় তামাবিল জাফলং মহাসড়কে বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে ভয়াবহ মুখোমুখি ট্রাক দুর্ঘটনা ঘটে। একটি ১০ চাকার ট্রিপার (ঢাকা মেট্রো-ট-১৫-৭০৭৮) ব্রেক ফেল করায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাক (কুমিল্লা -ট-১১-০২১০)-কে গিয়ে ধাক্কা দেয়।
ধাক্কায় পাথরবোঝাই ট্রাকটির বাম পাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকের পাশে থাকা হেলপার ইমন (১৬) গুরুতর আহত হন। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার মনপুরা গ্রামের সেলিম মিয়ার ছেলে।
আহত অবস্থায় স্থানীয়রা ইমনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, তার ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশে গুরুতর জখম হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণ ট্রাকটির ব্রেকফেল।”
তিনি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং উভয় ট্রাক সরিয়ে নেওয়া হয়েছে।
সিলেটের এই ট্রাক দুর্ঘটনা আবারও মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের বিষয়টি সামনে এনেছে। সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে প্রাণহানির আশঙ্কা আরও বাড়বে।
অনলাইন ডেস্ক
Comments: