সিলেটে চলমান পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে আপাতত স্থগিত করা হয়েছে। বিভাগীয় কমিশনারের সাথে বৈঠক ডাকায় ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার, পরিবহন চলাচলের আশা।
সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক জানান, বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে আলোচনার আশ্বাস পাওয়ায় আপাতত ধর্মঘট স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভাগীয় কমিশনার শ্রমিক নেতাদের সাথে আলোচনা করতে বিকাল ৩টায় বৈঠক ডেকেছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, “ধর্মঘটে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। আলোচনা ছাড়া এর সমাধান সম্ভব নয়।”
পরিবহন ধর্মঘট আহ্বান করা হয় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. যানবাহনের নির্ধারিত ইকোনোমিক লাইফ সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল
২. সিলেটের বন্ধ পাথর কোয়ারি ও বালুমহাল খুলে দেওয়া
৩. বিআরটিএ-র ফিটনেস সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ার সংস্কার
৪. অতিরিক্ত ট্যাক্স প্রত্যাহার
৫. বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ এবং ক্ষতিপূরণ প্রদান
৬. জেলা প্রশাসকের প্রত্যাহার ও চালক হয়রানি বন্ধ।
ধর্মঘট চলাকালীন সড়কে সীমিত সংখ্যক অটোরিকশা, রিকশা ও মাইক্রোবাস চলতে দেখা গেলেও, শ্রমিকদের বাধার মুখে অনেক যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় আলোচনা শুরুর প্রক্রিয়া ধর্মঘটের শান্তিপূর্ণ স্থগিতকরণে সহায়ক ভূমিকা রাখছে। পরিবহন চলাচল পুনরায় স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। আজকের বৈঠকে সমঝোতা না হলে ফের কর্মসূচি ঘোষণা করতে পারে শ্রমিক ইউনিয়ন।
অনলাইন ডেস্ক
Comments: