রংপুরে গলায় ফাঁসি ঝুলানো বেরোবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮ঘটিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদারপাড়ার একটি ছাত্রী নিবাস থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃতের নাম জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রতশালা থানার চাপুইর গ্রাম নিবাসী আব্দুল ওয়াহাবের কন্যা।
তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজস্ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী।
রংপুরের সর্দারপাড়ায় অবস্থিত 'আপন ছাত্রী নিবাস'-এর চারতলার ৪০৪ নম্বর একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ধারণা করা হচ্ছে, একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক ছিলো তার। সেখানে বিচ্ছেদর কারণে বিষন্নতা থেকেই আত্মহত্যা করেন।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যানেজমেন্ট স্টাডিজস্ বিভাগের বিভাগীয় প্রধান রবিউল আজম বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানাই এবং আমরা ঘটনাস্থলে আসি। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে দরজা খুলে লাশ উদ্ধার করে।”
তাজহাট থানার তদন্তকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আপাতত আমরা লাশ রংপুর মেডিকেলে নিয়ে যাচ্ছি। তার পরিবার আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে নামায়।
বেরোবি প্রতিনিধি : ইবতেশাম রহমান সায়নাভ
Comments: