অবৈধভাবে পাথর উত্তোলন ও ভাঙার বিরুদ্ধে সিলেটের পাথর অঞ্চলগুলোর ওপর নজরদারি জোরদার করেছে প্রশাসন। পরিবেশ ধ্বংসকারী অবৈধ ক্রাশার মেশিন এবং অতিরিক্ত পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান পাথর ব্যবসার নিয়ন্ত্রণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারটি অবৈধ ক্রাশার মেশিন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মুলাগুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।
অভিযানে বন্ধ থাকা অবস্থায় চারটি ক্রাশার মেশিনের যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়। এ সময় ইউএনও নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠান পিয়াস এন্টারপ্রাইজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং নিলামের শর্ত মেনে পাথর পরিবহনের নির্দেশ দেন।
ইউএনও তানিয়া আক্তার বলেন, “নিলামের বাইরে অতিরিক্ত পাথর উত্তোলন বা পাচারের প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, পাথর কোয়ারী এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন, সংরক্ষণ ও ক্রাশার মেশিন চালানো বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলবে। এই অভিযানে কোনো জরিমানা বা আটকসংক্রান্ত তথ্য পাওয়া না গেলেও প্রশাসনের এ ধরনের পদক্ষেপ স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
লোভাছড়ায় প্রশাসনের অভিযান অবৈধ পাথর ব্যবসার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিবেশ সংরক্ষণ ও বৈধ পাথর উত্তোলন কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা যায়।
অনলাইন ডেস্ক
Comments: