১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ
আলোচিত মিটফোর্ডে সোহাগ হত্যার আরো ২ আসামী আটক, বাড়ি মেহেন্দিগঞ্জে

image

ঢাকার মিটফোর্ড এলাকায় আলোচিত সোহাগ হ*ত্যা মামলার ২ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত দুইজনই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।

রোববার (১৩ জুলাই) ভোরে নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌরশহরের চায়না মোড় এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, নেত্রকোণা জেলা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন—সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তারা মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারীর ছেলে। এর মধ্যে রাজীব ১০ নম্বর এবং সজীব ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে নেত্রকোণা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ গণমাধ্যমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি টিম দুর্গাপুর পৌরসভার চায়না মোড়ে অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত অব্যাহত রয়েছে।”

জানা গেছে, সোহাগ হ*ত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে ছিল এই দুই ভাই। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।










সিয়াম বিশ্বাস, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading