১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ
সিলেটে সোমবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

image

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামতের জন্য প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, জরুরি সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার ১৪ জুলাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বেশ কয়েকটি এলাকায়।

রবিবার (১৩ জুলাই) বিকেলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি সংস্কার ও মেরামত কাজের জন্য সোমবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ৩৩ কেভি উপশহর ফিডার, ১১ কেভি সেনপাড়া ফিডার এবং ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত এলাকায়। বিদ্যুৎ না থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে—সেনপাড়া, লাকড়ীপাড়া, হাতিমবাগ, শিবগঞ্জ (আংশিক), ভাটাটিকর, সাদিপুর, লামাপাড়া, গোলাপবাগ, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকা।

নির্বাহী প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়, তবে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। একইসাথে, সাময়িক অসুবিধার জন্য এলাকাবাসীর প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তিনি এবং সহযোগিতা কামনা করেছেন।

জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ না থাকায় জনসাধারণকে আগেই সতর্ক থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাবাসীর কাছে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে।








অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading