ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষভাঙ্গা গ্রাম থেকে মোঃ রনি মিয়া(৫০)নামে এক আখের রস বিক্রেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে ওই গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পেশায় ওই ব্যাক্তি আখের রস বিক্রি করতেন। সকালে তার ঘরের ভিতরে আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মৃত্যুর প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান।
মো:পারভেজ শেখ, ফরিদপুর প্রতিনিধি
Comments: