সিলেটে মানবতাবিরোধী ঘটনার চাঞ্চল্য। অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী, গ্রেফতার। সিলেটের কানাইঘাট উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে তার স্বামী। সোমবার (১৪ জুলাই) দুপুরে সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্ত হোসেন আহমদ চৌধুরী (৪৫) কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হোসেন কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের মৃত খাইরুল আলম চৌধুরীর ছেলে। তিনি বছরখানেক আগে দিনমজুর আবদুল জব্বারের মেয়ে সাবানা বেগমকে বিয়ে করেন। বর্তমানে সাবানা অন্তঃসত্ত্বা অবস্থায় বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ঘটনার দিন, শনিবার রাত ৮টার দিকে হোসেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিত্রালয় থেকে নিতে যান। শারীরিক অসুস্থতার কারণে শাশুড়ি তাকে যেতে দেননি। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ পর বাজার থেকে পেট্রোল এনে সাবানার গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দেন।
অগ্নিদগ্ধ সাবানাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন (রবিবার) তিনি একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে তিনি বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর থেকেই হোসেন পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।
এমন নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারী নির্যাতন ও গৃহস্থালি সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ। পুলিশ জানায়, হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
অনলাইন ডেস্ক
Comments: