সিলেটে মাত্র চা দিতে দেরি হওয়ায় প্রাণ গেল এক রেস্টুরেন্ট কর্মচারীর। ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয় ২২ বছর বয়সী রুমনকে। রবিবার সকাল ৯টায় সিলেট শহরের কাজিরবাজার মাছ বাজার এলাকায় ঘটে মর্মান্তিক এ ঘটনা। চা অর্ডার করতে এসে তর্কের জেরে কয়েকজন যুবক মিলে রুমনকে ছুরিকাঘাত করে।
সকাল ৯টার দিকে কাজিরবাজার মাছ বাজার এলাকার একটি রেস্টুরেন্টে চা অর্ডার করতে আসেন এক যুবক। চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেন্ট কর্মচারী দিনার আহমদ রুমনের (২২) সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। প্রথমে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, কিছুক্ষণ পর ঐ যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে রুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রুমনকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুমন দক্ষিণ সুরমার শবদুলপুর গ্রামের বাসিন্দা এবং মৃত তকলিছ আহমদের ছেলে। স্থানীয়রা জানায়, তিনি দীর্ঘদিন ধরে ঐ রেস্টুরেন্টে কাজ করতেন।
রেস্টুরেন্ট মালিক নিরু মিয়া জানিয়েছেন, “তর্কের বিষয়টি তাৎক্ষণিকভাবে মিটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরে যে এমন ভয়াবহ ঘটনা ঘটবে, ভাবিনি।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানিয়েছেন, “আক্রমণকারীর পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে কিছু তথ্য হাতে এসেছে। আমরা অভিযান চালাচ্ছি।”
এক কাপ চা নিয়ে তর্ক—আর সেই তর্কই কেড়ে নিল তরুণ রুমনের প্রাণ। এ ঘটনা সিলেট শহরে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।
অনলাইন ডেস্ক
Comments: