১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ
২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

image

‎‎একটি হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

‎আজ সোমবার (১৪ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কয়েক হাজার নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

‎পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল করে তাকে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতাদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

‎এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, নুর মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক, ডা. আহমেদ মোস্তফা নোমান এবং সাবেক পৌর মেয়র মোকলেছুর রহমান বাবলু প্রমুখ।

‎পরে গাড়িবহরসহ নেতাকর্মীরা তুহিনকে নিয়ে তার নিজ এলাকা ঈশ্বরদীতে পৌঁছান। কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তাকে দেয়া হয় গণসংবর্ধনা।

‎নিজ এলাকার মানুষদের ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তুহিন। বলেন, দীর্ঘ ২২ বছর পর নিজ এলাকায় ফিরে এমন অভ্যর্থনা পেয়ে তিনি আপ্লুত।

‎উল্লেখ্য, ২০০৩ সালে ঈশ্বরদীর একটি হত্যা মামলায় যুবদল নেতা তুহিনসহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করে একটি মহল। সেই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন, যা তিনি ভোগ করেছেন দীর্ঘ ২২ বছর ধরে।

‎চলতি বছরের ১০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকার কর্তৃক সাজা মওকুফের আওতায় ২৯ জন কয়েদির মুক্তির আদেশ দেওয়া হয়। তাদের মধ্যে শরিফুল ইসলাম তুহিনের নামও ছিল।

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading