১৬ বছরের গণতান্ত্রিক লড়াইয়ের ফসল—বিএনপির দাবি, জুলাইয়ের আন্দোলন তারই ধারাবাহিকতা। কুড়িগ্রামে নিহতদের পরিবারের পাশে দাঁড়াল বিএনপি। রিজভীর ভাষ্য—এ আন্দোলন খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ প্রস্তুতির ফসল।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত আন্দোলন কোনো তাৎক্ষণিক ক্ষোভ নয়, বরং এটি বিএনপির ১৬ বছরের টানা রাজনৈতিক লড়াইয়ের ফল।
তিনি জানান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র রক্ষার যে ভিত্তি গড়ে ওঠে, জুলাই আন্দোলন সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে বিজয় ছিনিয়ে এনেছে।
তিনি এসব কথা বলেন মঙ্গলবার (১৫ জুলাই) সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে জুলাই আন্দোলনে নিহতদের ১০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। তিনি বলেন, "একটি পক্ষ অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত, আর বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের আহ্বানে শহীদ ও আহতদের পাশে দাঁড়াচ্ছে।" তিনি আরও বলেন, “ইসলামী কিছু দল জিয়াউর রহমানের দয়ায় রাজনীতির সুযোগ পেয়েছে। ইসলামের প্রতি যদি কারও অনুভূতি থেকে থাকে, সেটা বিএনপির।” রিজভী অভিযোগ করেন, ইউটিউব ও বিভিন্ন গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা কনটেন্ট ছড়ানো হচ্ছে। নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “উসকানিতে পা দেবেন না—আমরা সবাইকে সে নির্দেশ দিয়েছি।”
বিএনপি দাবি করছে, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ছিল দীর্ঘ ১৬ বছরের সংগ্রামের ফল। সরকারবিরোধী রাজনৈতিক কৌশল ও সহানুভূতিশীল জনসম্পৃক্ততার মাধ্যমে মাঠের নিয়ন্ত্রণে আসার বার্তা দিচ্ছে দলটি।
অনলাইন ডেস্ক
Comments: