সিআইডির চৌকস কর্মকর্তা এবং মেহেন্দিগঞ্জের গর্ব খালিদ সাইফুল্লাহ-এর নেতৃত্বে চালানো অভিযানে অবশেষে ধরা পড়েছে আলোচিত প্রতারক বাশার। জানা গেছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে বাশার হাতিয়ে নিয়েছে প্রায় ২০০ কোটি টাকা। শুধু তাই না, ভুয়া প্রতিষ্ঠান খুলে বিনিয়োগের নামে অর্থ হাতিয়ে নিয়ে হঠাৎ করেই গা ঢাকা দেয় সে।
বিভিন্ন জায়গায় লোক পাঠিয়ে তার খোঁজ চলছিল। অবশেষে রাজধানীর একটি বাসা থেকে সিআইডি তাকে আটক করে। অভিযানের নেতৃত্বে ছিলেন মেহেন্দিগঞ্জের ছেলে খালিদ সাইফুল্লাহ, যিনি এর আগেও বহু বড় মামলার সফল তদন্ত করেছেন।
একজন ভুক্তভোগী বলেন,
“আমার ছেলেকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ৫ লাখ টাকা নিয়েছিল। পরে আর ফোনও ধরেনি। আমরা অনেক কষ্টে সেই টাকা জোগাড় করেছিলাম।”
অফিসার খালিদ জানান,
“দেশের সাধারণ মানুষের টাকা নিয়ে কেউ পার পাবে না। যারা এই চক্রের সঙ্গে জড়িত আছে, সবাইকে আইনের আওতায় আনা হবে।”
বাশারের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ধারণা করা হচ্ছে, এর পেছনে আরও বড় একটি চক্র সক্রিয় আছে। স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে অভিযানের খবরে। মেহেন্দিগঞ্জবাসী গর্বিত তাদের সন্তান খালিদের সাহসী পদক্ষেপে।
সিয়াম বিশ্বাস, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
Comments: