১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে জব্দ ১.২৭ কোটি টাকার ভারতীয় পণ্য

image

সীমান্তে চোরাচালান রোধে ফের বড় সাফল্য পেল বিজিবি। সিলেট ও সুনামগঞ্জের পাঁচটি সীমান্ত পয়েন্টে একযোগে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে কোটি টাকার ভারতীয় পণ্য।

সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর, দমদমিয়া ও উৎমা বিওপির টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে —
শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সুপারি, চিনি, বিড়ি, জিরা, টমেটো, সাবান, আইবল ক্যান্ডি, মুভ ক্রিম, ডেরোবিন অয়েন্টমেন্ট, চকলেট, মোটরসাইকেল, মদ ও বিয়ার।

অভিযানের বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, “চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে অবৈধ পণ্যের প্রবেশ বন্ধ করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “এই ধরনের পণ্য দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে, যা রোধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, এসব সীমান্ত দিয়ে প্রতিদিনই সীমান্ত চোরাকারবারিরা অবৈধভাবে পণ্য আনার চেষ্টা করে। তবে বিজিবির নজরদারিতে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিজিবির নিয়মিত অভিযান সীমান্তে চোরাচালান রোধে ইতিবাচক ভূমিকা রাখছে। এ ধরনের সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।







অনলাইন ডেস্ক

ভিডিও
Comments:
Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading